বাড়িতে বসেই পাওয়া যাবে পাসপোর্ট, নয়া অ্যাপ চালু করলেন
এবার বাড়িতে বসেই পেয়ে যাবেন পাসপোর্ট। এমনই খুশির খবর জানিয়েছেন বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ। এজন্য শুধুমাত্র ‘পাসপোর্ট সেবা’ অ্যাপ ডাউনলোড করতে হবে। স্বরাজ জানিয়েছেন,
এবার পাসপোর্ট সেবা অ্যাপের মাধ্যমে দেশের যে কোনও নাগরিকই যে কোনও জায়গা থেকেই আবেদন করতে পারবেন। অ্যাপে দেওয়া ঠিকানায় হবে পুলিশ ভেরিফিকেশন। পুলিশ তথ্য খতিয়ে দেখার পর অ্যাপে দেওয়া ঠিকানায় পাসপোর্ট পাঠিয়ে দেওয়া হবে।
Passport |
বিদেশমন্ত্রী আজ পাসপোর্ট সেবা দিবস উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে এ কথা জানিয়েছেন। পাসপোর্ট সেবা অ্যাপ গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করা যাবে। এই অ্যাপের মাধ্যমে পাসপোর্ট সংক্রান্ত অন্যান্য কাজও করা যাবে।
স্বরাজ জানিয়েছেন, পাসপোর্ট তৈরির জন্য বিয়ের শংসাপত্র বা বিবাহবিচ্ছিন্ন মহিলাদের প্রাক্তন স্বামীর নাম উল্লেখের প্রয়োজন নেই।
No comments