দেখুন, জিও-র নয়া ট্যারিফ প্ল্যান

রিলায়েন্স জিও-র সামার সারপ্রাইজ অফার শেষ হতে চলেছে। ধন ধনাধন অফারও শেষ হয়ে যাবে কয়েকদিন পরেই। এবার নতুন ট্যারিফ প্ল্যান বাজারে আনল জিও। ১৯ টাকায় একদিনের জন্য আনলিমিটেড লোকাল ও এসটিডি কলের সুবিধার পাশাপাশি পাওয়া যাবে ২০০ এমবি ফোরজি ডেটা ।
৪৯ টাকার প্ল্যানে তিনদিনের জন্য আনলিমিটেড লোকাল ও এসটিডি কল এবং ৬০০ এমবি ডেটা পাওয়া যাবে ।

৯৬ টাকায় ৭ দিনের জন্য রোজ ১ জিবি করে ডেটা ও আনলিমিটেড লোকাল ও এসটিডি কলের সুবিধা মিলবে ।

১৪৯ টাকায় ২৮ দিনের জন্য ২ জিবি ডেটা, ৩০০ এসএমএস ও আনলিমিটেড লোকাল ও এসটিডি কলের সুবিধা পাওয়া যাবে ।

৩০৯ টাকার প্ল্যানে ৫৬ দিনের জন্য ৫৬ জিবি ডেটা এবং আনলিমিটেড লোকাল ও এসটিডি কলের সুবিধা পাওয়া যাবে ।
                     
                                       Bangla Tutorial Videos- Android Jagat

৩৪৯ টাকার প্ল্যানে ২৮ দিনের বদলে ৫৬ দিনের জন্য ২০ জিবি ফোর জি ডেটা এবং আনলিমিটেড ভয়েস কলের সুবিধা দেওয়া হবে ।

৩৯৯ টাকার ধন ধনাধন প্ল্যান বজায় রাখার জন্য ফের একই টাকার রিচার্জ করাতে হবে। এই প্ল্যানে ৮৪ দিনের জন্য রোজ ১ জিবি করে ডেটা এবং আনলিমিটেড ভয়েস কল পাওয়া যাবে ।

৫০৯ টাকার প্ল্যানে ৫৬ দিনের জন্য আনলিমিটেড কল এবং ১১২ জিবি ডেটা পাওয়া যাবে ।

৯৯৯ টাকার প্ল্যানে ৯০ দিনের জন্য ৯০ জিবি ডেটা এবং আনলিমিটেড লোকাল ও এসটিডি কলের সুবিধা পাওয়া যাবে ।

১৯৯৯ টাকার প্ল্যানে ১২০ দিনের জন্য ১৫৫ জিবি ডেটা এবং আনলিমিটেড লোকাল ও এসটিডি কলের সুবিধা পাওয়া যাবে ।

৪,৯৯৯ টাকায় ২১০ দিনের জন্য ৩৮০ জিবি ফোর জি ডেটা এবং আনলিমিটেড লোকাল ও এসটিডি কল পাওয়া যাবে ।
৯,৯৯৯ টাকার প্ল্যানে ৩৯০ দিনের জন্য ৭৮০ জিবি ডেটা এবং আনলিমিটেড লোকাল ও এসটিডি কলের সুবিধা পাওয়া যাবে ।


Tips and Tricks Tutorial Videos
↓↓↓↓

No comments

Android Jagat. Powered by Blogger.