১২ কোটি জিও গ্রাহকের ব্যক্তিগত তথ্য ফাঁস!
নয়াদিল্লি: একটি ওয়েবসাইটে ফাঁস হয়ে গেল ১২ কোটিরও বেশি জিও গ্রাহকের ব্যক্তিগত তথ্য। ওই ওয়েবসাইটে জিও গ্রাহকদের পুরো নাম, ফোন নম্বর, ই-মেইল আইডি, টেলিকম সার্কেল, সিম চালু হওয়ার তারিখ দেখা যাচ্ছে। জিও-র পক্ষ থেকে অবশ্য দাবি করা হয়েছে, গ্রাহকদের সব তথ্যই গোপন রয়েছে। ওই ওয়েবসাইটে যে তথ্য দেখা যাচ্ছে, তার সত্যতা নিয়ে সন্দেহ রয়েছে। তবে এই বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।
সারা বিশ্বেই এখন সাইবার নিরাপত্তা নিয়ে আশঙ্কা তৈরি হয়েছে। কিছুদিন আগেই সাড়ে ১৩ কোটি মানুষের আধার তথ্য ফাঁস হয়ে গিয়েছে বলে খবর পাওয়া যায়। এরপর জিও গ্রাহকদের তথ্য ফাঁস হয়ে যাওয়ার খবরে অনেকেই চিন্তিত হয়ে পড়েছেন। যদিও জিও গ্রাহকদের আধারের তথ্য ফাঁস হয়নি বলেই প্রাথমিকভাবে জানা গিয়েছে।
সারা বিশ্বেই এখন সাইবার নিরাপত্তা নিয়ে আশঙ্কা তৈরি হয়েছে। কিছুদিন আগেই সাড়ে ১৩ কোটি মানুষের আধার তথ্য ফাঁস হয়ে গিয়েছে বলে খবর পাওয়া যায়। এরপর জিও গ্রাহকদের তথ্য ফাঁস হয়ে যাওয়ার খবরে অনেকেই চিন্তিত হয়ে পড়েছেন। যদিও জিও গ্রাহকদের আধারের তথ্য ফাঁস হয়নি বলেই প্রাথমিকভাবে জানা গিয়েছে।
No comments