ফেসবুক মেসেঞ্জার ডাউন থাকল কিছুক্ষণ, মেসেজ চালাচালিতে সমস্যা গ্রাহকদের
মেসেজিং অ্যাপ ফেসবুক মেসেঞ্জার ফের ডাউন হল। এরজন্য গ্রাহকরা মেসেজ পাঠাতে পারছিলেন না বা তাঁদের ইনবক্সে মেসেজ আসছিল না। শুধু মেসেঞ্জারেই নয়, ওয়েবভার্সনও ডাউন হয়ে যায়। সন্ধে সাড়ে ছয়টার পর পরিষেবা ফের স্বাভাবিক হয়।
জানা গেছে, আজ সকাল ১১ টা নাগাদ ফেসবুকের মেসেঞ্জার সার্ভিস ডাউন হয়ে যায়। যদিও এর কারণ এখনও পর্যন্ত জানানো হয়নি।
Facebook Messenger |
এর আগে গত সপ্তাহেই মেসেঞ্জার ডাউন হয়ে গিয়েছিল। সম্প্রতি হোয়াটস্যাপেও এই সমস্যা হয়েছিল। তবে আধঘন্টার মধ্যেই পরিষেবা চালু হয়েছিল।
www.youtube.com/androidjagat |
আশা করি আমার চ্যানেল
এর সাথেই থাকবেন এবং আমার নতুন ভিডিও পেতে
চ্যানেল টা সাবস্ক্রাইব করে
রাখবেন।
আমার ভিডিও যদি ভাল
লাগে অবশ্যই লাইক দিবেন
এবং ফেইসবুকে শেয়ার করবেন দয়া
করে।
This comment has been removed by a blog administrator.
ReplyDeleteGood Work sir
ReplyDeletehttp://eonlinecorner.com/tag/how-to-make-money/
Thanks,,,
Delete